অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদল প্রতারক কখনো ডিবি পরিচয়ে আবার কখনো কথিত পত্রিকার সাংবাদিক দাবী করে চাঁদাবাজিতে বেপরোয়া পড়েছে।  এবিষয়ে স্থানীয় এক গণমাধ্যম কর্মী প্রতিবাদ করায় হত্যা উদ্দেশ্যে হামলা করার অভিযোগ উঠেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ প্রতাচক্রকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন নেটিজেনরা।

ভুক্তভোগী সাংবাদিক মাজেদ ভূঁইয়া (৩৫) জানান, দীর্ঘ দিন ধরেই এ প্রতারক চক্রের প্রধান জান্নাত জাহা ও জীবনসহ  ৫/৭ জনের একটি সক্রিয় দল উপজেলার বিভিন্ন প্রান্তে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি ও কথিত পত্রিকার সাংবাদিক দাবী করে নানা ধরনের অপকর্ম করে আসছে৷ ইতোমধ্যেই তাদের অপকর্মের অভিযোগ এনে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। তবে গত ৫ আগষ্টের পর থেকে এ প্রতারক চক্রটি পুরো উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে। 

প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাদের অপরাধ জগতের মূল হোতা ভান্ডারী টিন দেলোয়ার ও কথিত আইনজীবী ও সাংবাদিক দাবী করা ব্যাটারি মুক্তাদির ছত্রছায়ায় এ ধরনের ঘৃণিত কাজ করে থাকে৷ তারই ধারাবাহিকতায় গত ২৬ শে মার্চ, বুধবার পেশাদারিত্ব কাজ শেষে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তায় হাবীবপুর ঈদগাঁয়ের সামনে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে৷ পরে আমার চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা আমাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাই৷ 

এ বিষয়ে সোনারগাঁয়ের স্থানীয় সুনামধন্য পত্রিকার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রতারকের কেউ স্থানীয় না তারা এখানে বাসা ভাড়া নিয়ে থাকে৷ তাদের অত্যাচারে অতিষ্ট পুরো সোনারগাঁবাসী৷ একাধিকবার তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার হলেও অদৃশ্য শক্তির বলে থাকে ধরা-ছোয়ার বাহিরে৷ কেনো প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসে না এমন প্রশ্ন ছূড়ে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, অতিদ্রুত এ  উচ্ছৃঙ্খল ও প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে হবে৷অন্যথায় আমরা স্থানীয় সাংবাদিকরা কঠিন আন্দোলনে যাবো৷  

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার একটি অভিযোগ পেয়েছি৷  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন সোনারগাঁ.কমঃ চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটি।

বুধবার (২৬ মার্চ) বাদ আছর বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটির উদ্যোগে ও স্থানীয় যুবসমাজের তত্বাবধানে “নিজেদের নিরাপত্তা নিজেরা গড়ি, অপরাধ রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে উক্ত ঈদগাহ্ ময়দানে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নয়টি গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে বড় সাদিপুর, নগর সাদিপুর, ষোলপাড়া, লেবুছড়া, কামারগাঁও, দমদমা, বিশেষখানা, দলদার, ভৈরবদী ও মুকতিশপুর গ্রামের গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন এবং পবিত্র রমজানের পর তারা এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন।

বড় সাদিপুর ঈদগাঁহ কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির শ্যামলের সভাপতিত্বে ও ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক এমএ মহিনের সঞ্চালনায় আলোচনা সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, আব্দুল মতিন, আলী নুর, শহিদুল ইসলাম রিপন, আব্দুস সালাম মিঠু, মোক্তার হোসেন, পান্না, সাংবাদিক মোকাররম মামুন ও জসিম উদ্দিন লিটন। 

এসময় বক্তারা বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এমন পরিস্থিতিতে  কিছু কতিপয় নেশাখোর ও সন্ত্রাসীদের কারনে ষোল্লপাড়া, বড় সাদিপুর, দলদার, লেমুছাড়া, মুক্তিসপুর,নগর সাদিপুর, লেবু ছাড়া, ভৈরবদী সহ আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। নেশাখোর ও সন্ত্রাসীরা এ সমস্ত এলাকার নিরীহ মানুষদেরকে জিম্মি করে চুরি ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজি করছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা নিজ নিজ গ্রামের পঞ্চায়েত কমিটি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। 

যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই কার্যকলাপের চেষ্টা করবে তাদেরকে আপনারা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর হাতে সোপর্দ করবেন। আমাদের সমাজ আমাদেরই রক্ষা করতে হবে। কাউকে ভয় পেলে চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াই তাহলে এই সমাজে যত বড় সন্ত্রাসী বা চাঁদাবাজ হোক না কোনো তারা দৌড়ে পালাবে। আমাদের ঐক্যবদ্ধতাই পারে সমাজকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাং রুখতে।

এলাকার যুবকদের সঙ্গে কথা বললে তারা বলেন, নিজ দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন পর্যন্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের শঙ্কা থাকবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে দায়িত্ব পালন করবো। অত্র এলাকায় সন্দেহভাজন বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকাবাসী সহজেই যেনো তা নিজেদের মধ্যে জানাতে পারে সেজন্য কয়েকটি কন্ট্রোল নাম্বার চালু থাকবে। ফোন পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে যাবো। এই এলাকা আমাদের, তাই দায়িত্ব আমাদেরই নিতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, হাজী ইকবাল হোসেন, তারা মিয়া, মজিবুর রহমান, জাকির হোসেন, মিলন, আমির হোসেন, মোঃ শিপন সরকার মেম্বার, সাংবাদিক মোঃ রিপন সরকার, মোফাজ্জল হোসেন, আব্দুল করিম, মোশারফ হোসেন, আহম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে সমাজের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আলোচনা সভায় উপস্থিত সকলে একত্রে ইফতার করেন।

অনলাইন সোনারগাঁ.কমঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের লন্ডনস্থ প্রবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "সোনারগাঁও ওয়েলফেয়ার লন্ডন ইউ কে"র উদ্যোগে সোনারগাঁয়ের প্রায় ৪ শত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


১৮ মার্চ সকাল এগারোটার দিকে  মোগড়াপাড়া বাজার থেকে উপজেলার জামপুর, শম্ভুপুরা, মোগড়াপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ , পৌরসভার ৪ শত গরিব ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তৈল, পোলাও চাল, সেমাই ও ছোলা প্রদান করা হয়।

"সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে'র পরিবারের স্থানীয় সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রমজান মানে ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার ত্যাগের মাধ্যমে  সার্থক হয়ে উঠে ঈদ উল ফিতর। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই।


সামাজিক সংগঠন লন্ডনস্থ "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সভাপতি মামুন কবির বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি পবিত্র রমজান মাস সমাজের দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোয় "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সকল সদস্যদের ধন্যবাদ জানান।

প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করে এলাকাবাসী জানান, যে কোন উৎসব অনুষ্ঠান কিংবা দূযোর্গ ও দূঃসময়ে "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সহযোগিতা পেলে গ্রামের দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

জানা যায়, "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে" নিয়মিত সহায়তার পাশাপাশি আগামীতে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে এলাকার হতদরিদ্র পরিবারের সংখ্যা কমার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটবে। 


অনলাইন সোনারগাঁ.কমঃ “তারুণ্যের উৎসব, এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এবং শিক্ষার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” এ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন ৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী – ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা এগারোটার দিকে ৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসির সাবেক এমডি এ কে এম মহিউদ্দিন। 

৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তারের সার্বিক পরিচালনায় ও অত্র বিদ্যালয় সাবেক সহ-সভাপতি সুমন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় সাবেক সভাপতি মীর মোহাম্মদ শাহীন,সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান বিপ্লব, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন মাহমুদ মুকুল প্রমূখ।







অনলাইন সোনারগাঁ.কমঃ বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁ জাদুঘর) এর ময়ূরপঙ্খী মঞ্চে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধন করেন, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।


বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা রহমান, ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ নাইমুল হক।

নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি ও মেলবন্ধনের প্রয়াসে   বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা সরল ফারুক,  শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা ২০২৪ বিজয়ী নকশী কাঁথার শিল্পী  হোসনে আরাকে তিন লাখ টাকার চেক প্রদান ও দেড় ভড়ি ওজনের স্বর্ণের মেডেল পরিয়ে দেন, তামা - কাঁসা - পিতল শিল্পী মোঃ মানিক সরকারকে তিন লাখ টাকার চেক প্রদান ও এক ভিড় ওজন স্বর্ণের মেডেল পরিয়ে দেন,  দারুশিল্পের শিল্পী বীরেন্দ্র চন্দ্র সূত্রধরকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভিড় ওজন স্বর্ণের মেডেল পরিয়ে দেন, মৃৎশিল্প টেপাপুতুল শিল্পী সুনিল পালকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভিড় ওজন স্বর্ণের মেডেল পরিয়ে দেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পী মিলন চিসিমকে এক লাখ টাকার চেক প্রদান ও এক ভিড় ওজন স্বর্ণের মেডেল পরিয়ে দেন।

এবার মেলায় রয়েছে কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ৩২ টি স্টলসহ সর্বমোট ১ শত স্টল। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ এর অনুষ্ঠানমালায় রয়েছে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া- ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রজারগান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি। মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।











অনলাইন সোনারগাঁ.কমঃ বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ২০২৫ কে সামনে রেখে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জানুয়ারী) সকাল এগারোটায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানান, নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি ও মেলবন্ধনের প্রয়াসে  আগামী ১৮ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হবে। 

আগামী ১৮ জানুয়ারী বিকাল তিনটায় মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করবেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ( রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান। 

বিশেষ অতিথি থাকবেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। মতবিনিময় সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসবের অনুষ্ঠান মালা বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক দিক নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়। 

মতবিনিময় সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বি) আসিফ ইমাম, সোনারগাঁ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক সহস্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

এবার মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ৩২ টি স্টলসহ সর্বমোট ১ শত স্টল থাকবে। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিবেন। লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ এর অনুষ্ঠানমালায় থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া- ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রজারগান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি। মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।





অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে মোগড়াপাড়া ইউনিয়নের বাড়িচিনিস, গোহাট্টা ও ছোট অর্জুন্দী গ্রামের ভেতর দিয়ে মোগড়াপাড়া বাজার, উপজেলার একমাত্র সরকারি কলেজ 'সোনারগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় "মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন"এছাড়া মোগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহিম দানেশমান্দের ও মুন্না শাহ্'র দরগাহ এবং কবরস্থানে যাতায়াতের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা।

সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। যেটুকু আছে তাও অনেক পুরনো ভাঙাচোরা। প্রায় এক বছর দশক আগে রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছিলো। এক দশক চলে গেলেও  রাস্তাটির পূর্ণ পূর্ণ নিম্নমানে এলাকাবাসীর দাবী করে আসলেও তা কতৃপক্ষ নজরে নেয়নি। রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ ও শত শত সিএনজি, রিকশা চলাচল করে। 

শুস্ক মৌসুমেও রাস্তাটি দিয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময়ই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। ভরা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসী দীর্ঘ ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাস্তার পাশে কিছু অংশে শুধু ইট-সিমেন্ট দিয়ে গড়া ড্রেনটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে এবং এলাকার ময়লা-আবর্জনায় ভরে গেছে। 

সে কারণে পানি নির্গমনের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এই সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়। চলাচল করতে হয় লোকজনকে হাঁটু পানিতে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে আগত মুসল্লিদের পবিত্রতাও ক্ষুণ্ন হয় নোংরা পানির কারণে। আবার  সেই নোংরা পানি ঢুকে যায় সড়কের পাশের বাড়িগুলোতে। এমনই অভিযোগ করেছেন এলাকাবাসী ।

জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে চলতি শুস্ক মৌসুমে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি আর সি সি ঢালাইয়ের মাধ্যমে পূর্ণ নির্মাণ সহ পুরো রাস্তার পাশে ড্রেন নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Powered by Blogger.