অনলাইন সোনারগাঁ.কমঃ দেশজুড়ে চলছে ভয়াবহ দাবদাহ। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার এ পারদ প্রতিদিনই চড়ছে। এ জনপদে অস্বস্তিকর গরমে ঘর ছেড়ে বেরোনোই যেন দায়। তবু জীবনের তাগিদে বাইরে যেতেই হয়। এ বিপর্যয়ের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠনসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।


মানবতার ডাকে সাড়া দিয়ে আজ সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কোমল পানীয় বিতরণ করা হয়। মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় প্রখর রোদে দাঁড়িয়ে রিক্সা, ভ্যান, অটোরিকশা চালক, কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের মাঝে এই কোমল পানীয় বিতরণ করেন।

এসময় মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ শিপন সরকার, ইউপি সদস্য আব্দুল কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাঁচ শতাধিক দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয় ক্রয় করে প্রথমে ফ্রিজিং করা হয়, এরপর তপ্ত রোদে সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হয়।


 


সোনারগাঁ প্রতিনিধি: একটি অনলাইন নিউজ পোর্টালে গত ২৪ এপ্রিল “ভূমিদস্যু দূর্নীতি, চাঁদাবাজ আঃ হামিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী গ্রামের হাসান কেমিক্যাল এর স্বত্বাধিকারী ব্যবসায়ী ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ।

তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।

মুলত আমি একজন ব্যাবসায়ী সমাজ সেবক, আমি সহ আমার পরিবার সর্বদা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি ও আমার পরিবার বিষয়টি নিয়ে খুবই বিব্রত। আমার বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধেও আমি প্রতিকার চাইবো যথা সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 



অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোঃ রমজান আলী নামের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় নয়জন চাঁদাবাজের নাম উল্লেখ করে আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকালে সোনারগাঁ পৌরসভার তাজপুর গ্রামের মোঃ রমজান আলী পুরাতন টিপরদী এলাকায় অবস্থিত এসিআই কোম্পানি সংলগ্ন তার মালিকানাধীন অপর একটি বাড়িতে ভাড়াটিয়াদের কাছ থেকে মাসিক ভাড়া আনতে গেলে সন্ত্রাসীরা দা, চাপাতি, লোহার রড, লাঠি সোটা নিয়া তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ঘুষি মেরে আহত করে। এসময় তার পাঞ্জাবির পকেটে থাকা বাড়ি ভাড়ার ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং সন্ত্রাসীরা রমজান আলীর কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত পাঁচ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা রমজান আলীকে হত্যার হুমকি প্রদান করে। এসময় দেলোয়ারা বেগম নামের ওই বাড়ির ভাড়াটিয়া এক নারী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার গায়ে থাকা জামাকাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ওই নারীর ঘরে প্রবেশ করে শোকেজের ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। 

পরবর্তীতে গত ১৪ এপ্রিল সকালে ভুক্তভোগী মোঃ রমজান আলীর ছেলে আল আমিন ওই বাড়িতে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি মারধর করে মারাত্মক আহত করে। এবং এসব ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করলে রমজান আলী ও তার ছেলে আল আমিন কে হত্যা করার হুমকি দিয়ে যায়।


অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহাসিক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 

১৪ এপ্রিল বৈশাখী মেলা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম,পি। 

পহেলা বৈশাখ আনন্দোৎসবের প্রভাতী আয়োজন শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, সেমিনার, গ্রাম বাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলা, জাতীয় খেলা হা-ডু-ডু প্রদর্শনের মধ্যদিয়ে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত "পহেলা বৈশাখ সকলের উৎসব" শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার।

ফাউন্ডেশনের লোক ও কারুশিল্প চর্চা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাস্টার ক্রাফটসম্যানগণের প্রশিক্ষণ প্রদান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পরিদর্শন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী। এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমূখ।

মেলায় গ্রাম-বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশাচিত্রশিল্পী এস.এ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর: শোলাশিল্পী শ্রী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আরা বেগম, ঝিনুকশিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ- বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২ টি স্টলে ৬৪ জন প্রথিতযশা কারুশিল্পী। মেলায় আরও আছে পালাগান, মালজোড়া গান, কবিগান, বাউলগান, পালকির গান, কিচ্ছা গান, ভাটিয়ালি গান, মাইজভাণ্ডারী গান, লালন, হাছন রাজা এবং জারি-সারিগান। 

অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহাসিক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ।

এবিষয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন অফিসার একেএম মুজ্জাম্মিল হক সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ আনন্দ উৎসবের প্রভাতী আয়োজনের শুরুতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেমিনার, গ্রাম- বাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলা, জাতীয় খেলা হা-ডু-ডু অনুভূতি হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত "পহেলা বৈশাখ সকলের উৎসব" শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। 

প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি মেলায় বিশেষ আকর্ষণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাষ্টার ক্রাফটসম্যানগণের প্রশিক্ষণ প্রদান এবং ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলা পরিদর্শন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ।

মেলায় গ্রাম-বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশাচিত্রশিল্পী এস.এ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর: শোলাশিল্পী শ্রী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আরা বেগম, ঝিনুকশিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ- বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২ টি স্টলে ৬৪ জন প্রথিতযশা কারুশিল্পী। মেলায় আরও থাকবে পালাগান, মালজোড়া গান, কবিগান, বাউলগান, পালকির গান, কিচ্ছা গান, ভাটিয়ালি গান, মাইজভাণ্ডারী গান, লালন, হাছন রাজা এবং জারি-সারিগান। 

অনলাইন সোনারগাঁ.কমঃ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ২০২৪ এর অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫৮জন ভোটারের দলিল লেখকদের উপস্থিতিতে ও সর্বসম্মতি ক্রমে ৩ বছর মেয়াদী এই কমিটি ঘোষনা করা হয়।

এতে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোঃ শহিদ সরকার, সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মিয়া আঃ বাতেন, মোঃ মোস্তফা কামাল শাহিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহাবুব আলম মিলন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, গাজী মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর, কোষাধ্যক্ষ আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কবির হোসেন মোল্লা, ক্রীড়া সম্পাদক আরমান বাদশা, সাধারণ সদস্য মোঃ ইব্রাহিম ও ফখরুল ইসলাম।

দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা মনে করি এই কমিটি দুর্নীতি ও ঘুষমুক্ত অফিস পরিচালনায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি হাজী মোঃ খলিলুর রহমান বলেন, সমিতির সবাইকে নিয়ে সকলের সহযোগিতায় সাব রেজিস্ট্রি অফিসকে দুর্নীতি ও ঘুষমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জবাবদিহিতা মূলক অফিস হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দলিল লেখকদের যে কোন বৈধ সমস্যায় তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাবো।

সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদ সরকার বলেন, সমিতির সকলকে নিয়ে দলিল লেখক, ভেন্ডার ও নকল নবিশদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব। সবাইকে নিয়ে দুর্নীতি মুক্ত অফিস প্রতিষ্ঠা করব।

এদিকে নবনির্বাচিত সোনারগাঁও উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।

অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সারের পক্ষে থাকে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সামর্থ্যহীন এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন মাঠে অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু ।

চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, প্রতি বছরের মতো এবছরও ঈদের আগ মুহূর্তে সমাজের দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন সরকার, মোগড়াপাড়া পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ ফিরোজ, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির পিয়াস, মহাসিন, মোবারক হোসেন, আব্দুর  রশিদ প্রমুখ।

Powered by Blogger.