ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল আড়াইহাজার

অনলাইন সোনারগাঁও.কমঃ আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মহানবী (সা:) এর অপমানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের মানুষ। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র- শিক্ষক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মিছিল নিয়ে উপজেলা মসজিদের সামনে জড়ো হয়। 

এসময় ওখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আড়াইহাজারের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও শিক্ষকরা বক্তব্য রাখেন। পরে উপজেলা মসজিদ থেকে একটি মিছিল বের করে আড়াইহাজার বাজার প্রদক্ষিণ করে আড়াইহাজার পায়রা চত্বর গিয়ে প্রতিবাদ সভা ও মুনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচী শেষ হয়। সভায় সভাপতিত্বে করেন আড়াইহাজার বাজার মসজিদের খতিব মাওলানা মুফতী  অলীউর রহমান আরশাদী। 

প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুফতী আমীনুল ইসলাম আড়াইহাজারী, মাওলানা ইসরাফিল, মাওলানা আইয়ুবুর রহমান, মাওলানা মাশকুর নকীব।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ওমর ফারুক আনসারী, মাওলানা নেসারুদ্দীন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওঃ জাহাঙ্গীর আলম জিহাদ ও মাওঃ রাকিব বিল্লাহ্ প্রমুখ।

মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মসুলমানরা অংশ নেন। বক্তারা  ফান্সের পণ্য বর্জনসহ ফান্সের দুতাবাস বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবী জানান।