ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে হাজী মোঃ আলী হোসেন

অনলাইন সোনারগাঁও.কমঃ  ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল।  সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।


আজ শুক্রবার জুম্মা'র নামাজের সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিরপুর ১২ নাম্বার গাউছুল আযম কমপ্লেক্স জামে মসজিদে মহানবী (সা.) এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হাজী মোঃ আলী হোসেন। তিনি গাউছুল আজম জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল সহ মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। 

এসময় হাজী মোঃ আলী হোসেন বলেন, আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।