সোনারগাঁও থানা পুলিশের ওপেন হাউস- ডে অনুষ্ঠিত

অনলাইন সোনারগাঁও.কমঃ ‘‘মজিব বর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার’’ এই স্লোগান কে ধারণ করে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং বিরোধী ওপেন হাউস ডে ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউস ডে-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-খ মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউল ইসলাম বলেন, বর্তমানে কিশোর গ্যাং নির্মূল করতে হলে  পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এটা নির্মূল করতে হলে আমাদের নিজ নিজ যায়গা থেকে এবং আপানারা আপনাদের সন্তানদের খোজ খবর  রাখুন এবং টিক টক, পর্নগ্রাফি থেকে বিরত রাখুন তাহলে হয়তো আমাদের কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে থানায় জিডি মামলা সহ থানা সংশ্লিষ্ট যেকোন সেবা পেতে কোনো টাকা পয়সা লাগে না। কোনো মানুষকে পুলিশ হয়রানি না, কোনো মিথ্যা মামলা হচ্ছে না, জিডি করতে কোনো টাকা লাগছে না। কোনো রাজনৈতিক দল পুলিশকে প্রভাবিত করতে পারছে না। তিনি বলেন, মাদকাসক্তি ব্যক্তি নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এই মাদকের ফলে আমাদের ভবিষ্যত তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশের উন্নয়নের কিছুই থাকবে না। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু ও জঙ্গিবাদ সম্পর্কে আমাদের তথ্য দিন,আমরা আপনাদের পাশে আছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ওসি তদন্ত তাবিদুর রহমান, থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, স্থানীয় গণ্যমান্য কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।