অনলাইন সোনারগাঁও.কমঃ আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নালায়ণগঞ্জের আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে বিভিন্ন জাতের প্রায় ৭০ টি ফলজ গাছের চারা কেটে ফেলার দায়ে কোর্টে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বইলারকান্দী গ্রামে। জানা যায়,গত ২০ নভেম্বর সকাল ৮ ঘটিকায় পুর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আহসান মোক্তারের রেলওয়ের লিজকৃত ১০ সতাংশ জমি থেকে ৭০টি বিভিন্ন জাতের ফলের গাছ কেটে ফেলেন একেই গ্রামের আবুল গং। আহসান মোক্তার জানান, বলেন ৪০/৪৫ বছর যাবত ওই জায়গা ভোগ দখল করে আসছি। ওখানে ১৬টি কাঠালের ২টি আমের ৪টি পেয়ারা ১০টি পেপে গাছের চারা সহ ৪০টি কলাগাছ জোরপুর্বক আবুল গং কেটে ফেলে। এ ঘটনায় আহসান বাদী হয়ে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। সি-আর মামলা নং- ২৬০/২০ এ মামলা দায়েরের পর থেকে আবুল গং প্রকাশ্যে তাকে প্রাণনাশের হমকি প্রধান করে উক্ত জমি জোড়পুর্বক দখলের পায়তারা করছে।
Post a Comment