শীতমালা
শান্তা কামালী
শীতমালা ভালোবাসা ভালো লাগা শব্দের
প্রতি ঘেন্না ধরে গেল,
যেখানে কৃতজ্ঞতা থাকার কথা ছিলো,
উল্টো অভিযোগের আঙুল......!
শীতমালা, খারাপ সময় যেভাবে পাশে
দাঁড়িয়ে ছিলে, একমাত্র সুন্দর মন
থাকলেই তা সম্ভব....
উল্টো দিকে কি অহংকার!
কোথায় মাথা নোয়ে আসার কথা.....
তবু নিঃসঙ্গতা বাসা বেঁধেছে
নিষ্ঠুর ধুলি কনায়!
কাজকে আকড়ে ধরে পথ চলা,
জানিনা তোমার মোনাজাতে ওই নামটা
আসে কিনা,
তবু বিশ্বাস আছে নিশ্চয়ই বাদ পড়ে না,
সর্বক্ষণ ভালো শুভ কামনায়।
কিন্তু ঘর যে আমার নেই!
চৈত্রের ঝড়ে ঘর যে আমার উড়িয়ে নিয়ে গেছে,
তোমার তো ঘর আছে নানান খানে.....
কিসের অভাবে মন ভারি গল্প শোনাও আমায়।
আমি তোমার আমার সম্পর্কের কথা বলছি,
শুধু পড়ে আছে কতগুলো ক্ষত,
মহামারীর পরে যেমন থাকে....
তেমনি ভালোবাসার কিছু ক্ষত রইয়ে গেছে ,
মহামারী বলে কথা!
মনে হয় সব চুকে বুকে গেছে,
আসলে কিচ্ছু চুকে বুকে যায় না শীতমালা।
লড়াইয়ে জন্যও একজন প্রতিপক্ষের দরকার...
সবাই এই পৃথিবীর বুকে বেঁচে থাকে,
হয়তো প্রাকাশ্যে আসে না!
জমে বরফ হয়ে যায়.....
কোনো এক সময় বরফের উপর এসে
বসে সারি সারি শীত পাখি।
আবার কোন এক সময় শীত পাখির
ঠোঁটে ঠোঁটে বরফের তলায় জমে থাকা
কথাগুলো উড়ে চলে যায় আরো গহীন
কোন শীতের দেশে,
এই মহাবিশ্বে কিছুই হারায় না শীতমালা।
Post a Comment