কবি শাহনাজ প্রধান'র কবিতা "প্রেমিক বন্দীর চুক্তি"


প্রেমিক বন্দীর চুক্তি

শাহনাজ প্রধান


আজ কুয়াশার সাথে কথা বলেছি

কুয়াশার আর আমি মিতালী পেতেছি

কুয়াশা বলেছে আমায় "তোর প্রেমে পড়েছি"

কুয়াশার সাথে মিতালীর হাওয়ায়

ভিজাতে বলেছি তোকে হিম শুভ্রতায়!


হৃদয় বলেছে কাল যাই তোর সাথে রংধনুর দুনিয়ায়

সেখানে গিয়ে মিশি তোর রঙের খেলায়।

যদি রঙধনু না আসে আকাশপাড়া

তবে হবে আকাশের সাথে যত বুঝাপড়া।


আজকে প্রেমের হাওয়ায় চারিপাশ রেখেছে মগ্নতায়

সে প্রেমের হাওয়া এলো বুঝি আমার হৃদয় আঙিনায়

তাইতো তোকে নিয়ে পরসু যাবো জোনাকীর মেলায়

জোনাকীর সাথে বসেছিলাম এক গোপন সন্ধিতায়

রাতকে বন্দী করবো তোর প্রেমের স্নিগ্ধতায়।


হৃদয় বলছে আমার সঙ্গী হবো তোর

ইচ্ছেগুলি সব মুঠো বন্দী হলো তোর

জীবনের সব গল্পগুলি যত তোর কাছে পাঠালাম

জমা রাখবি তুই উড়ো চিঠিতে পেলাম,

দুটি মন এক সাথে মিশে হারালাম

প্রেম খেলা করে বাঁচার উপায় পেলাম।


পরীদের সাথে আজ এক সন্ধি করেছি

ওদের ইচ্ছেগুলি আমি মেনে নিয়েছি

তোর দিকে আর কেউ বাড়াবেনা হাত

প্রেম পিয়াসার স্বপ্নে তোকে দেখবেনাতো আর

আমিও যাবোনা ছেড়ে তোর সীমানা

বৃষ্টির পানির পরশে ভিজবো দুজনা।


হাওয়ার সাথে এক চুক্তি করেছি

হাওয়ার কাছে আমি তোকে চেয়েছি

বলেছি হাওয়াকে তুলে দিতে তোকে আমার হাতে,

তোর দৃষ্টেতে আমি পুড়ে মরছি দিবা নিশিতে

তাইতো তোকে আমি হৃদয় গহীনে বন্দী করেছি

প্রেমের নেশাতে তোকে পাগল করেছি

বাঁচোবো কি করে তুই দূরে থাকলে

তাইতো হাওয়া তোকে দিয়েছে আমার হাতে তুলে।


(লিখার সময় রাত ১৮/১১/২০২০)