অনলাইন সোনারগাঁও.কমঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবার নিজেই দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন। দিয়েছেন তাদের কাছে সাম্প্রতিক ঘটনার বিবরণ। সঙ্গে করেছেন নালিশও। আনোয়ার হোসেনের ভাষ্যমতে কেন্দ্রের সবাই বিষয়টি জানে। তারা আশ্বাস দিয়েছেন অচিরেই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল।
২৩ নভেম্বর সোমবার আনোয়ার হোসেন যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছে। যুবলীগের সাবেক এ সাধারণ সম্পাদক এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে রয়েছেন। আনোয়ার হোসেন দীর্ঘক্ষণ মির্জা আজমের সঙ্গে কথা বলে সোনারগাঁয়ের ঘটনা সম্পর্কে জানান। ওই সময়ে মির্জা আজম সব শুনে বলেন, ‘আমি বিষয়টা জানি।’এক পর্যায়ে মির্জা আজম ফোন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের কাছে। তাঁর কাছ থেকেও ঘটনা সম্পর্কে ধারণা নেন আজম। ওই সময়ে মির্জা আজম মুঠোফোনেই আবদুল হাইয়ের কাছ থেকে সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে জানতে চান। এবং তাদের কোন উদ্যোগ না নেওয়াতে প্রয়োজনে শোকজের নির্দেশ দেন।
সকালে আজমের সঙ্গে দেখা শেষে বিকেলে সাক্ষাৎ করেন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। ওই সময়ে আনোয়ার হোসেন নিজেই ওবায়দুল কাদেরকে সব জানান। তখন ওবায়দুল কাদের জানান যে বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই ওয়াকিবহাল। এ বিষয়ে কিছু করতে হলে কোন সিদ্ধান্ত নিতে হলে প্রধামন্ত্রী নিজেই নিবেন।
এ ব্যাপার আনোয়ার হোসেন নিউজ নারায়ণগঞ্জকে দুইজন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও কথোপকথনের বিষয়টি স্বীকার করেন।
এদিকে সন্ধ্যায় জেলা পরিষদে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ থেকে ২৬ নভেম্বর এ তিনদিন জেলা পরিষদে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবে কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া এমপি লিয়াকত হোসেন খোকা ক্ষমা না চাওয়া পর্যন্ত সোনারগাঁও আসনে জেলা পরিষদ থেকে সকল উন্নয়ন কাজ স্থগিত থাকবে। বন্ধ থাকবে বরাদ্দকৃত অর্থের বিষয়টিও।
সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ
Post a Comment