অনলাইন সোনারগাঁও.কমঃ আজ মঙ্গলবার ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মহুতি দেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি ) সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।মিছিলে-মিছিলে, স্লোগানে-স্লোগানে মুখর জিরো পয়েন্ট (বর্তমানে নূর হোসেন স্কয়ার) চারিদিক থেকে আসছে অজস্র বিক্ষুব্ধ মানুষ। শত শত মানুষের মধ্যে এক জীবন্ত পোস্টার নূর হোসেন। স্বৈরশাসকের হাত থেকে দেশকে মুক্ত করতে বুকে-পিঠে লিখেছেন একটিই স্লোগান, ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’।
ওই জীবন্ত পোস্টার থেকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ছিল আন্দোলনের দাবানল। আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গের মতো সে আগুন ছড়িয়ে যাচ্ছিল সারা দেশে। কেঁপে কেঁপে উঠেছিল স্বৈরাচার এরশাদের মসনদ।
১৯৮২ সালের ২৪ মার্চ যে বন্দুকের নল ঠেকিয়ে তার ক্ষমতার তক্তে আরোহন, সেই বন্দুক তাক করে দেয় নূর হোসেনের দিকে। এক মুহূর্তে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী ঝাঁঝরা করে দেয় জীবন্ত পোস্টার নূর হোসেনের বুক। ফিনকি দিয়ে গড়িয়ে পড়া রক্তে মুছে যায় ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানটি। মাটিতে লুটিয়ে পড়া নূর হোসেনের মুখে তখনও উচ্চারিত হয়, ‘গণতন্ত্র মুক্তি পাক……… স্বৈরাচার নিপাত যাক……..।
বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক’, স্লোগান ধারণ করে শহীদ নূর হোসেনের মহান আত্মত্যাগের এই দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল ঘটনা। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন ঘটে।আওয়ামী লীগ দলীয় এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সাহসী পুরুষ শহীদ নূর হোসেন দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য দলের সব সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
Post a Comment