অনলাইন সোনারগাঁও.কমঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শেষে গণনা শুরুর পর থেকেই একের পর এক অভিযোগ তুলছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নিজের অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এবার ট্রাম্পের দলের শীর্ষ নেতারাও তার বক্তব্যের নিন্দা জানালেন।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, টেক্সাসের রিপাবলিকান নেতা উইল হার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন, তা শুধু ভুল বা বিপজ্জনক বিষয় নয়, বরং এর মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ভিত্তিকে অবজ্ঞা করা হচ্ছে।
অন্যদিকে, দলটির ইলিনয় অঙ্গরাজ্যের নেতা অ্যাডাম কিনজিঞ্জার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই এমন ভুল তথ্য ও অভিযোগ করা বন্ধ করতে হবে, যার কোনো প্রমাণ দেখাতে পারবেন না।
প্রসঙ্গত, নির্বাচনী ফল গণনার শুরুর পর থেকে যখন প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এগিয়ে যেতে থাকেন, তখন থেকেই একের একের এক অনিয়ম, কারচুপি, ভোট চুরি, নির্ভুলভাবে গণনা না করা, গণনা কেন্দ্রে নিজের এজেন্ট ঢুকতে না দেওয়া ইত্যাটি অভিযোগ করতে থাকেন ট্রাম্প। যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
ভোটের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট যেসব অসংলগ্ন কথাবার্তা বলেছেন, তাতে দেশটির গণতন্ত্র হুমকির মধ্যে পড়েতে পারে বলে জানিয়েছে ইউরোপভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ওএসইসি। নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
Post a Comment