কবি শাহনাজ প্রধানের কবিতা _প্রণয় নিশি


প্রণয় নিশি 

শাহনাজ প্রধান

আজ প্রণয় নিশিতে বিলীন হচ্ছি তোমার মোহতে

নিশি গভীরের পানে আর চন্দ্রিকা হচ্ছি তোমার প্রেমে 

তরঙ্গভিঘাত ঘটছে তোমার দেহে

মূর্ছা যাবো কি তোমার মাঝে বিলীন হওয়ার ভয়ে?

প্রেম নিয়ে তো নিষন্ন আমিও তোমার দরবারে

বিলাতে চাই সব কিছু তোমার তরে

নিশ্চেতন হতে চাই তোমার তরঙ্গে

স্রষ্টার দরবারে প্রার্থক করেছি হারাতে তোমার তরক্ষুত প্রেমে

তবে কেনো আমি মূর্ছা যেতে চাই তোমার ভয়ে!

আমিওতো বিলীন হতে চাই তোমার মাঝে

বাঁচতে চাইনা

মরতে চাই প্রেম স্রোতে

রক্তাক্ত হতে চাই তোমার মোহে

রক্তের মাঝে মিশে আছো রক্ত কনিকা হয়ে।

দিবা নিশি আছি বিভোর অনন্তের প্রেমে।

আজ আমি তোমার ঠোঁটের সংক্রমণে সংক্রমিত

ভার্যার প্রেমে পেতে চাই নারীত্ব

মিলনের দাবানল লাগছে অন্তরে

সাধ্যি নেই বাঁচতে আজ কোনো অজুহাতে

স্রষ্টা ছিলো সাক্ষ্মী আমাদের চিরসঙ্গিনীর শপথে

তিনিই হলেন সাক্ষ্মী আমাদের প্রেম অধ্যয়নের।


লেখার সময়ঃ১১.১১.২০২০ রাত প্রায় ১২ টার কিছুটা সময় আগে।