অনলাইন সোনারগাঁও.কমঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে মেঘনা নিউটাউন এলাকায় এসে শেষ করে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ সহিদ বাদল (ভিপি বাদল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া। কর্মসূচির প্রধান বক্তা ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধীদের বাংলার মাটিতে স্থান নেই। তাদের শিগগিরই এদেশ থেকে বিতাড়িত করবে জনগণ।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধীদের কোন ভাবেই মেনে নেবেন না বাংলার মানুষ । তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানায় নেতারা। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Post a Comment