অনলাইন সোনারগাঁও.কমঃ আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বদেশ সঞ্চয় ও ঋনধান প্রকল্প লিঃ নামক একটি সমিতি থেকে সঞ্চয়ের টাকা চাওয়ায় রিপন (৩০) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে সমিতির পরিচালক ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। আহত রিপন বলেন, ওই সমিতিতে আমার এবং আমার ভাই শাহ-আলীর নামে উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা জমা করি। ওই টাকা থেকে গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সমিতির পরিচালক ইজারকান্দী গ্রামের হযরত আলীর ছেলে ইমরান সাত লক্ষ টাকা আমাদের দেওয়ার কথা বলে ডেকে নেয়।
সেই টাকা আনতে আমার ভাই শাহ-আলী এবং বাবা আব্বাছ আলীকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে গেলে সমিতির পরিচালক ইমরান টাকা দিতে অস্বিকৃতি জানায়। কোন টাকা দেবে না বলে ও হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সময় আমি প্রতিবাদ করলে কার্যালয়ে অবস্থানরত ইমরান এবং তার সহযোগী শামীম, সাইদুল, রিফাতুল্লাহ, হানিফা, জাকির, জামির সহ কয়েকজন আমাদের উপর অর্তকিত হামলা চালায়।
হামলায় রিপন গুরতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ব্যপারে অভিযুক্ত ইমরানের মোবাইলে বারবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে আহত রিপনের বাবা আব্বাছ আলী বাদী হয়ে শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment