অনলাইন সোনারগাঁও.কমঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সরকারি কর্মকর্তা ফোরাম ও সোনারগাঁও থানার উদ্যোগে ১২ ডিসেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এ স্লোগানকে সামনে রেখে সমাবেশে সোনারগাঁও থানা পুলিশ সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তর অংশগ্রহণ করেন।
এসময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জাতির পিতার জীবনী তুলে ধরে বলেন,অতীতে বহুবার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হলেও তা মোছা যায়নি,আর কোনদিনও মোছা যাবেনা।
তিনি বলেন, ইতিহাস আসলে মুছে ফেলা যায়না। ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকের ইতিহাস এবং সেই নাম আর কেউ মুছতে পারবেনা, এটা হচ্ছে বাস্তবতা। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা হয়ে ওঠার পেছনে শেখ মুজিবুর রহমানের অন্যতম একটি আদর্শিক ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতি। কিন্তু তিনি রাজনীতির মাঠে যাত্রা শুরু করেছিলেন ছাত্রজীবনে মুসলিম লীগের সাথে সম্পৃক্ত হয়ে । জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের মাধ্যমেই রাজনীতিতে এসেছিলেন, কিন্তু পরে নিজেকে পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতিকে অন্যতম একটি ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা যে বাঙালি, সেই পরিচয় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতিকেই ভিত্তি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। যারা বাংলাদেশকে স্বাধীনভাবে আবির্ভূত হতে দেখেছে এবং তার পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসামান্য অবদান তা প্রত্যক্ষ করেছে, তাদের পক্ষে বঙ্গবন্ধুর কর্মকাণ্ড এবং রাজনৈতিক চিন্তাধারার মূল্যায়ন সহজ ভাষায় ব্যক্ত করা অত্যন্ত কঠিন। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়াসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার, সোনারগাঁও থানা পুলিশের খন্দকার তবিদুর রহমান (ওসি) তদন্ত, রুবেল হাওলাদার (ওসি) অপারেশন সহ উপজেলা ও থানার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।
Post a Comment