জাতির পিতার ভাস্কর্য ভাংচুর।। পিরোজপুর ইউঃ পরিষদের প্রতিবাদ সভা

অনলাইন সোনারগাঁও.কমঃ  জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজুপর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর)  সকালে ইউনিয়ন পরিষদ কার্য়ালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পরিষদের সকল ওয়ার্ড সদস্য,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আইন, পুলিশ আর সিসিটিভি দিয়ে রক্ষা করতে হবে, এটা বিশ্বাস করি না। বঙ্গবন্ধুর প্রাণের স্পন্দন স্বাধীনতার সপক্ষের প্রত্যেক মানুষের হৃদয়ে। আমরা সবাই বঙ্গবন্ধু ও তাঁর আদর্শে বিশ্বাসী। মুসলিম দেশগুলোয়ও ভাস্কর্য আছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর যত ভাস্কর্য তৈরি হচ্ছে, ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর মতো উন্নয়ন আর বঙ্গবন্ধুর ভাস্কর্য গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। এতে স্বাধীনতাবিরোধীরা নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছে না। সেই আতঙ্ক থেকেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা করছে। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান।