অনলাইন সোনারগাঁও.কমঃ আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩৩জনের নাম উল্লেখ করে আরো ৪-৫ শত লোককে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ শিশুসহ ১০জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম জানান, তিতাস গ্যাসের সোনারগাঁও জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোঃ মিজবাউর রহমান বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন। কোর্টে প্রেরিত ১০ আসামীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল। পরে মামলা রুজু করে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার বিকেলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে উপজেলার ঝাউগড়া এলাকায় এলাকাবাসীর সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার্ট বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এতে করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার সহ ২৫/৩০ জন আহত হয়।
এদিকে রোববার এ ঘটনা ঘটার পর থেকেই উপজেলার ঝাউগড়া গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়েছে। আটককৃত লোকদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানায় আটককৃতদের অভিভাবকদের ভীর ও আনাগোনা লক্ষ করা গেছে।
Post a Comment