কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের হাতে চোরাই পিকআপ উদ্ধার ও দুই চোর আটক

অনলাইন সোনারগাঁও.কম নারায়নগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কুমিল্লা লালমাই থানা এলাকা থেকে চুরি যাওয়া একটি পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন ১৫-৩৯৫২ গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এস আই নুরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার মদনপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত গাড়ির মূল্য অনুমান ৮ লক্ষ টাকা। এসময় মোঃ ওবায়দুল ইসলাম (২৪) ও মোঃ ফারুক (২২) নামে দুই চোরকে আটক করে। আটককৃত মোঃ ওবায়দুল ইসলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দত্তরাবাদ গ্রামের মোঃ নাসিরাবাদ হাওলাদারের ছেলে ও মোঃ ফারুক কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার চাঁনপুর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে। জানা যায়, আজ ভোর ৪টার দিকে মোঃ শামীম মিয়া নামের এক ব্যক্তি উক্ত পিকআপ ভ্যানটি কুমিল্লা সদর দক্ষিন থানার চাঁনপুর বিশ্বরোডে এনে দেয়। সেখানে শামীমের ৫ হাজার টাকা চুক্তিতে গাড়িটি রাজধানী রামপুরা থানার বনশ্রী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় আটককৃত মোঃ ওবায়দুল। একই সাথে গাড়িটি দেখা শুনার জন্য অপর আটককৃত মোঃ ফারুককে ৫ শত টাকার চুক্তিতে উক্ত গাড়িতে পাঠিয়ে দেন। এ ব্যাপারে আজ কুমিল্লার লালমাই পেনালকোডে ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃত দুই চোর ও উদ্ধারকৃত পিকআপ ভ্যান লালমাই থানায় হস্তান্তর করা হয়।