আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাই।। আটক ২

অনলাইন সোনারগাঁও.কমঃ  আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা দুই অটো ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তুরকুনী নামক এলাকায় এই ঘটনা ঘটে। মূমুর্ষূ অবস্থায় অটো চালক মোমেন (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী মাধবদী উপজেলার বিরামপুর এলাকার ইউনুছের বাড়ীর ভাড়াটিয়া অটো চালক মোমেন (৫০) মাধবদী খালপাড় থেকে দুজন যাত্রী নেয়। যাত্রীরা ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চালক মোমেন কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়।

পরে চালক মোমেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ দিকে ছিনতাইকারীরা অটো চালিয়ে আড়াইহাজার উপজেলার তুরকুনী এলাকা দিয়ে অটো চালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন গাড়ীর উর্ধ্বগতি দেখে তাদেরকে সন্দেহ হলে আটক করে এবং তাদের কথাবার্তা অসংলগ্ন বিধায় গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। 

পরে অটোচালক সংবাদ পেয়ে লোকজন নিয়ে এসে অটোসহ ছিনতাইকারীদেরকে শনাক্ত করেন। আটক ব্যাক্তিরা হলো মাধবদী নোয়াপাড়া এলাকার ভাড়াটিয়া রতনের ছেলে ইমন (২২) এবং তার ভাড়া করা বাড়ীর মালিক মোশারফের ছেলে জুবায়েদ (২৪)। ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার কোর্টে চালান দেয়া হয়েছে।