অনলাইন সোনারগাঁও.কমঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। তবে করোনার কারণে অনেকটাই সীমিত আকারে দিবসটি পালিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও বিভিন্ন সংগঠনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচিপালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা হয়। পরে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ। সোনারগাঁও জাদুঘরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।
পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড কর্তৃক সীমিত আকারে কুচকাওয়াজ। স্বাস্থ্য বিধি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ ও যোদ্ধাহত পরিবারের সন্তানদের সংবর্ধনা। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও উন্নত মানের খাবার পরিবেশন। উপজেলা পরিষদ একাদশ বনাম সংসদ সদস্য একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ ও উপজেলা শিল্পকলা একাডেমী ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
Post a Comment