শান্তা কামালী'র কবিতা "একজন স্বাধীনতাকামী বীরের বিপ্লবী গল্প"


একজন স্বাধীনতাকামী বীরের বিপ্লবী গল্প           শান্তা কামালী 


স্বাধীনতা, স্বাধীনতা,স্বাধী নতা?

তোমরা কি জানো স্বাধীনতা কাকে বলে?

আমি জানি....

আমি জানি স্বাধীনতার মর্মবেদনা। 


বর্বর পাকিস্তানী সৈন্যরা যখন ছিনিয়ে নিয়েছিল

আমার প্রাণ প্রিয় প্রেয়সীকে, 

কেড়ে নিয়েছিল আমার কলিজার টুকরো সন্তান কে,

রেহাই পায় নি আমার বৃদ্ধ পিতামাতা....


তখন এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম এই বাংলাকে,

এই বাংলা মা কে স্বাধীন করে তবেই ঘরে ফিরব।

তারপর কত রাত কত দিন

নরপিশাচদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ করেছি....

সে যেন আরেক কারবালা প্রান্তর,

হারিয়েছি বাংলার কত দামাল ছেলেদের! 


এক সাগর রক্তের বিনিময়ে...

৩০ লক্ষ বীরের আত্নার আত্নত্যাগে...

কত মায়ের সম্ভ্রমের বিনিময়ে... 

বিধবা বালিকা বধুর অশ্রু ধুয়ে ...


আমরা এনেছিলাম স্বাধীনতার এই লাল টুকটুকে সূর্যটাকে,


তোমরা কি পারবে স্বাধীনতার এই লাল সূর্যটাকে বুকের তাজা রক্ত দিয়ে ধরে রাখতে?


যদি পারো, যদি পারো.... 

তাহলেই বুঝব তোমরা স্বাধীনতা কি বুঝতে পেরেছ।


সেদিন স্বাধীনতা ধরা দেবে তোমাদের।।