জমি সংক্রান্ত বিরোধ।। বড় ভাইয়ের ভয়ে পৈত্রিক বাড়ি ছাড়া ছোট ভাই

অনলাইন সোনারগাঁও.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাবা মৃত জালাল উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি ছোট ভাই মাসুম কামাল ও বড় ভাই তাজ উদ্দিন আহমেদকে বুঝিয়ে না দিয়ে বহুতল ভবন ও গুনা (তার) তৈরির ফ্যাক্টরি নির্মাণ করে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে বাহাউদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের এই ঘটনা ঘটে।


জানা যায়, ভাইদের মাঝে পৈত্রিক সম্পত্তির বিরোধ মীমাংসার জন্য গত ৫ থেকে ৬ বছর যাবৎ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এই পর্যন্ত অন্তত ২০ থেকে ২৫ বার সালিশ বৈঠক করেছেন। প্রতিবার সালিশ বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গদের কাছে বাহাউদ্দিন স্বীকার করেন তার বড় ভাই তাজ উদ্দিন আহমেদ ও ছোট ভাই মাসুম কামালকে তাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেবে। এই মর্মে বাহাউদ্দিন একাধিক বৈঠকে মুচলেকা দিয়েও ন্যায্য হিস্যা বুঝিয়ে দিচ্ছে না। উল্টো বড় ভাই তাজ উদ্দিন ও ছোট ভাই মাসুম কামাল সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। 

এলাকাবাসী জানান,বাহাউদ্দিনের ছলচাতুরী গড়িমসির কারনে তাদের জমি সংক্রান্ত বিরোধের কোন ফয়সালা করতে পারছেন না স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাহাউদ্দিন একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী তাই এলাকার মাদক সংশ্লিষ্ট থেকে শুরু করে উশৃঙ্খল ও বখাটেদের সাথে তার সখ্যতা রয়েছে। বাহাউদ্দিন ইতিপূর্বে এইসব উশৃঙ্খল বখাটেদের দিয়ে তার দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের উপর কয়েক দফা হামলা চালিয়েছে। 

পূর্বেে এ ঘটনায় বড় ভাই তাজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মোঃ বাহাউদ্দিন তার ছেলে সাগর, মেয়ে সেতু আক্তার ও স্ত্রী বিলকিসের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাহাউদ্দিনের ভয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই মাসুম কামাল পৈত্রিক বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে বসবাস করছেন।