সোনারগাঁও বাসীকে ওসি মোঃ রফিকুল ইসলামের বিজয় দিবসের শুভেচ্ছা

অনলাইন সোনারগাঁও.কমঃ সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সোনারগাঁও বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয়ের এই মহান দিনে দেশের স্বাধীনতার অর্জনে জীবন উৎসর্গকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের স্বশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন, স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,যিনি স্বাধীনতার ও সার্বভৌমত্ব অর্জনে অনন্য নেতৃত্ব দিয়েছিলেন। 


তিনি আরো শ্রদ্ধা জানান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই বিজয় অর্জনে অবদান রেখেছেন।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন বীর পুলিশ সদস্যরা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাক সামরিক জান্তা নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের যে জঘন্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল সে পৈশাচিকতার প্রথম টার্গেট ছিল রাজারবাগ পুলিশ লাইনস্। 

১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় রাতে রাজারবাগসহ ঢাকা শহর পাকিস্তানি বাহিনীর আক্রমণের শিকার হয়েছিল। এ সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশের বেতারের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারাদেশে। এরপর প্রায় সকল পুলিশ লাইন্সেই প্রতিরোধের প্রস্তুতি শুরু হয়। রাজারবাগ পুলিশ লাইন্সের মত প্রতিরোধ যুদ্ধ হয় রাজশাহী, চট্টগ্রাম, পাবনা, কুষ্টিয়াসহ বড় বড় পুলিশ লাইনসে। রাজারবাগ কেন্দ্রীয় ওয়্যারলেস বেইজ থেকে প্রেরিত বার্তা সারাদেশে ছড়িয়ে পড়লে আপামর জনসাধারণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন।  

স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বজ্রদীপ্ত আহ্বানে উদ্দীপ্ত ছিল তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। তারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনসে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তারা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে যে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন সমর ইতিহাসে তা এক বিরল দৃষ্টান্ত। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে সোনারগাঁও বাসী কে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।