অনলাইন সোনারগাঁও.কমঃ আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিতে সাইনবোর্ড লাগাতে বাধা দেওয়ায় সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে গোপালদী পৌরসভার জালাকান্দী বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের পক্ষ থেকে জানানো হয়, সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের জনৈক আরিফের কেয়ারটেকার হাসান তার মহাজন আরিফের জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে প্রতিপক্ষ দুলাল কমিশনার তার লোকজন নিয়ে গিয়ে তাতে অবৈধ ভাবে বাধা দেন। এতে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হচ্ছেন, আবুতাহের (৪০), রফিকুল ইসলাম (২৭) শফিকুল ইসলাম (৩২) আরজু (৩৭) বাবুল (২৫), পাভেল (২৮) আবু হানিফ (২৫) ও দুলাল (৪০), হাসান (৩৫)সহ ১০ জন। এরা সবাই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অবস্থা গুরুতর বিধায় শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, এ সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment