সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার কে মোগরাপাড়া ইউনিয়ন বাসীর গণসংবর্ধনা

অনলাইন সোনারগাঁ.কমঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ -আল -কায়সার কে সোনারগাঁ পৌরসভা ও উপজেলার ইউনিয়ন ভিত্তিক সর্বশেষ গণসংবর্ধনা দেওয়া দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাহমুদ বাবুর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্বাবধানে উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর (এইচ,জি,জি,এস) স্মৃতি সরকারি বিদ্যায়তন (মোগরাপাড়া হাইস্কুল) মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর বিভিন্ন ভিন্ন ভিন্ন দিনে সোনারগাঁ পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নে নব-নির্বাচিত সংসদ সদস্য কে গণসংবর্ধনা দেওয়া হয়। মোগরাপাড়া ইউনিয়নে নব-নির্বাচিত সংসদ সদস্য কে দেওয়া গণসংবর্ধনাটি ছিল ইউনিয়ন ভিত্তিক শেষ গণসংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল- কায়সার অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ‌ ও এর সহযোগী সংগঠন এবং উক্ত ইউনিয়ন বাসীর উদ্দ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি সহ দলবল নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ -আল -কায়সারকে ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং ক্রেস্ট উপহার করেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ -আল- কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ - ৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ - আল -  কায়সার তার বক্তব্যে বলেন, পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা যখন ভোটারদের কাছে ভোট চাই তখন ভোটারগণ হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আর আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি তারা হচ্ছি ছাত্র। নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে আমাদের কাজের উপর ভোটারগণ মার্কশিট দেন। 

দীর্ঘ দশ বছরে সোনারগাঁ উন্নয়নে অনেকটাই পিছিয়ে আছে তাই সোনারগাঁয়ের মানুষের অনেক প্রত্যাশা আছে। নির্বাচনের পূর্বে অনেক প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সোনারগাঁ বাসীর উন্নয়নে কাজ করবো। এখন সময় এসেছে, আমি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো।

আপনারা অনেক প্রত্যাশা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের উন্নয়নে কাজ করা। আপনাদের ভালো রাখা। শুধু আমি একা নই, আপনাদের ভালো রাখার দায়িত্ব আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীর। দশ বছরের কাজ পাঁচ বছরে করে একটি স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো, এটি আমার একটি চ্যালেঞ্জ। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আমি প্রতিটি মন্ত্রনালয়ে যাবো সোনারগাঁ বাসীর উন্নয়নে কাজ আনতে।

তিনি আরো বলেন, সোনারগাঁয়ে আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের ঠাঁই হবে না। ইতোমধ্যেই তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। কাউকে কিছু না বলে হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে কারো কোনো সুপারিশ চলবে না। এসব অপরাধমূলক কাজে যারা জড়িত তাদের সতর্ক করে দিচ্ছি। কাউকে ছাড় দেয়া হবে না। মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসবো। আধুনিক সোনারগাঁ গড়ে তোলার জন্য আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন। মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব ও পশ্চিম অংশ পরিস্কার করা হবে। কোথায় চাঁদাবাজী করতে দেওয়া হবে না।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ও প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।