অনলাইন সোনারগাঁ.কমঃ মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না....??
শীতের দাপটে অসহায় শীতার্ত মানুষের জীবনযাত্রা অনেকটা থমকে গেছে। জরুরী কাজে বের হলেও মোটা কাপড় জড়িয়ে নিতে হচ্ছে। তবে রাতে পরতে হচ্ছে আরো বিপদে। লেপ-কম্বলের অভাবে ঘুমাতে পারেন না। এসব বিপদগ্রস্ত মানুষের রাতের ঘুম একটু আরামদায়ক করতে তাদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ - আল - কায়সার।
রবিবার (২৮ জানুয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম সংসদ সদস্য আব্দুল্লাহ্ - আল - কায়সার তার নিজস্ব অর্থায়নে সোনারগাঁ ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ জন্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কৃষক লীগ, শ্রমিক লীগ ও উপজেলা মহিলা সংস্থার নেতাকর্মীদের হাতে সাড়ে তিন হাজার কম্বল তুলে দেন। একই সাথে তিনি শীতার্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার হিসেবে এক হাজার কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য আব্দুল্লাহ্ - আল - কায়সার বলেন, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে.....গরিব,অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে।
আমরা সবাই মিলে কাজ করলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের জন্য যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে অসহায় শীতার্তদের কষ্ট এবং দুর্বিষহ জীবন। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় তিনি সমাজের বিত্তবানদের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ওসমান গনি সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment