সোনারগাঁবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো...... নবনির্বাচিত সংসদ সদস্য কায়সার হাসনাত

অনলাইন সোনারগাঁ.কমঃ সোনারগাঁ উপজেলা কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার এই কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা কালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে আমি বলেছি, যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সেইসব এলাকায় গিয়ে সবার সাথে কথা বলে ওই এলাকার মানুষের অবকাঠামো গত উন্নয়নের  চাহিদার কথা শুনে তালিকা তৈরি করবো। তালিকা থেকে যাচাই বাছাই করে কাজ করবো। আমি আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আওয়ামী লীগের মনোনয়নে সোনারগাঁয়ের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। এখন দলবল নির্বিশেষে সোনারগাঁয়ের ৮ লাখের অধিক মানুষের দায়িত্ব আমার।

সোনারগাঁ কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়া আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। সোনারগাঁয়ের উন্নয়নে আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যে পরিমাণ কাজ আনতে পারবো সে পরিমাণ কাজ অন্য কোন দলের এমপি আনতে পারবেন না। আমি এলোমেলো কাজ করবো না। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে সকালে সম্মিলিত হয়ে উন্নয়নে পিছিয়ে পড়া সোনারগাঁ বাসীর জন্য কাজ করবো।

সোনারগাঁয়ের মানুষ যে প্রত্যাশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই। দশ বছর পিছিয়ে পড়া সোনারগাঁবাসীর উন্নয়নে আমি কাজ করবো যাতে আগামীতে ভোটের জন্য ভোটারদের কাছে যেতে পারি। সোনারগাঁবাসীর প্রত্যাশা পূরণ কাজ করবো। সাংসদ আব্দুল্লাহ্- আল- কায়সার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ এমন কিছু করবেন না যাতে আমার ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হয়।

শনিবার (১২ জানুয়ারি) দুপুর বারোটার দিকে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নব-নির্বাচিত সংসদ সদস্য কে এই সংবর্ধনা দেওয়া হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল- কায়সার ও তার সহধর্মিণী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে গাড়ি থেকে নামলে তাদের সোনারগাঁ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ সকল সদস্যরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। তিনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট উপহার দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫ এর ১৫ আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হওয়া সকল শহীদদের ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুর রশিদ মোল্লা, সনমানন্দী ইউনিয়ন পরিষদের জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহেল রানা, কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ।