অনলাইন সোনারগাঁ.কমঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ্-আল-কায়সার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
নারায়ণগঞ্জ -৩ আসনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়েছেন ৮ জন প্রার্থী। একটি পৌরসভা ও ১০ ইউনিয়নে ১৩১ টি কেন্দ্রের ৭৭১ টি বুথে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ্ আল-কায়সার ৭৬ হাজার ৯ শত ৯৭ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকার বিপরীতে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ্ আল-কায়সার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮ শত ১১ ভোট।
এই আসনে মোটা ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৪৪.৫৬ শতাংশ।
উল্লেখ্য নবম জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ্-আল-কায়সার বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক রেজাউল করিমকে প্রায় ৯২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরবর্তীতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের কারনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে এ আসনটি ছেড়ে দেওয়া হয়।
Post a Comment