অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জে স্মার্ট সোনারগাঁ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনারগাঁ রয়েল রিসোর্টের সুইমিংপুল হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে, স্মার্ট সোনারগাঁ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিক, জনপ্রতিনিধি , সুশীল সমাজ,আলেম সমাজ, শিক্ষক, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।আব্দুল্লাহ্ আল - কায়সার মতবিনিময় সভায় উপস্থিতদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন আগামী পাঁচ বছরে সোনারগাঁ উপজেলা কে কোথায় নিয়ে যেতে চায়?
প্রশ্নের জবাবে সভায় উপস্থিতদের দেওয়া বক্তব্য তিনি মনযোগ দিয়ে শোনেন এবং খাতায় নোট করেন। এসময় স্মার্ট সোনারগাঁ বিনির্মাণে মতবিনিময় সভায় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার পরিকল্পনার কথা তুলে ধরেন এমপি আব্দুল্লাহ্-আল-কায়সার।
সোনারগাঁ বাসীর উন্নয়নে পূর্বে কখনো কোন সংসদ সদস্য এমন মত বিনিময় সভার আয়োজন করেনি। এই মতবিনিময় সভার মাধ্যমে সোনারগাঁয়ে ইতিহাসের সূচনা করলেন এমপি আব্দুল্লাহ্-আল-কায়সার।
মতবিনিময় সভার আয়োজক নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার তার বক্তব্যের শুরুতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা মার্কায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন পূরণে আজকের মতবিনিময় সভা। স্মার্ট সোনারগাঁ বিনির্মাণে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যানজট নিরসন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে অবস্থান সহ সোনারগাঁয়ের গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।
Post a Comment