খেলাধুলা, ব্যায়াম ও শরীরচর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়........ এমপি কায়সার

অনলাইন সোনারগাঁ.কমঃ প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর শারীরিক বিকাশে সহায়তা করা। কারণ শিশু অবস্থায় ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ অপরিণত হয়ে থাকে,আর তাই পড়াশােনার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম ও শরীরচর্চা ইত্যাদি সহপাঠক্রমিক কাজের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য গড়ে তুলতে হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার এই কথা বলেন।

সোমবার (৪ মার্চ) সোনারগাঁয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বিজয়ী প্রতিযোগিতার মাঝে শিক্ষা পদক বিতরণী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষকদের হাতে এই শিক্ষা পদক তুলে দেন অনুষ্ঠানের এমপি আব্দুল্লাহ্ আল-কায়সার। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষা পদক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাহফুজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনমানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্মল সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছগির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।