অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১মার্চ) সকাল এগারোটায় উপজেলা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহাফুজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহাসিন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, পিরোজপুর পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল - আমিন সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী মোঃ আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, শিক্ষা কর্মকর্তা দৈলতর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম প্রধান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব সহ উপজেলার সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,গণমাধ্যম কর্মীরা।
সভায় চলমান গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের অবদান রাখার নির্দেশ দেন। শ্রেষ্ঠ ভূমিকা অবদানে ইউপি চেয়ারম্যানদের পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেন। একই ভাবে উপজেলার সকল দপ্তর প্রধানের তাদের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশ অনুরোধ করেন।
Post a Comment