সোনারগাঁয়ে ইউপি মেম্বারের পিতার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা

অনলাইন সোনারগাঁ.কমঃ শুষ্ক মৌসুম হওয়ায় এরই মধ্যে দেশজুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। বিদ্যুতের অপচয় রোধে নানা রকমের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে দেয়া হয়েছে বিদ্যুৎ ব্যবহারে নানা নিষেধাজ্ঞা। সরকারের এমন আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে অবৈধ বিদ্যুতের রমরমা ব্যবসা।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেনের পিতা ভবনাথপুর গ্রামের হাজী আঃ বাতেন যার হিসাব নাম্বার ৬৩৭/৩৪৫০। তার নামে আবাসিক মিটার নিয়ে অবৈধভাবে অটো রিকশা ও ইজিবাইক গ্যারেজে স্থাপন করেন। শুধু তাই নয়, মিটারের সোর্স সাইডে বৈদ্যুতিক তার ঢুকিয়ে অবৈধভাবে অটো রিকশা ও ইজিবাইক চার্জ দিয়ে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। 

এমতাবস্থায় গত ১৬ মার্চ রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসের নাইট অপারেশন অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী দল অভিযানে গিয়ে উক্ত মিটারের সোর্স সাইডে বৈদ্যুতিক তার ঢুকিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হাতেনাতে ধরে ফেলেন এবং সংযোগটি বিচ্ছিন্ন করেন। এসময় তারা অবৈধ বিদ্যুৎ সংযোগ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার জব্দ করেন। 

এঘটনায় নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনালের ডিজিএম মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩২ (১),৩৩(১),৩৮,৪০ ও ৪৮ ধারায় হাজী আঃ বাতেনকে আসামি করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ১নং বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি হাজী আঃ বাতেনের বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড ও স্থানীয় অধিবাসীদের সাথে আলোচনাক্রমে জান যায়, তিনি প্রতিদিন ১২ ঘন্টা করে ১২০ (একশত বিশ) দিন যাবৎ সমিতির অনুমতি ব্যতিরেকে অবৈধ উপায়ে ০৫ কিঃ ওঃ ঘঃ বিদ্যুৎ ব্যবহার করে আসছে। তাতে পল্লীবিদ্যুৎ সমিতি তথা সরকারের সর্বমোট ২,১৫,৬৩৪ (দুই লক্ষ পনের হাজার ছয়শত চৌত্রিশ) টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এছাড়াও বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ১৩,৬৯৭ (তের হাজার ছয়শত সাতানব্বই) টাকা সহ সর্বমোট ২,২৯,৩৩১ (দুই লক্ষ উনত্রিশ হাজার তিনশত একত্রিশ) টাকা তাহার কাছে পাওনা রহিয়াছে। 

এ ব্যাপারে জানতে চাইলে ডিজিএম জসিম উদ্দীন বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় গ্রাহক আঃ বাতেনের ছেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোশারফ হোসেনের ছোট ভাই বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। পরদিন (১৭ মার্চ) গ্রাহক আব্দুল বাতেনের অপর ছেলে মোশারফ হোসেন মেম্বার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসে এসে মারমুখী হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়।