অনলাইন সোনারগাঁ.কমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এছাড়া ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মাহফুজ, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা, ছাত্র - ছাত্রী ও সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারীবৃন্দ।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস্ ফাউন্ডেশনের সভাপতি নূর নাহিয়ান।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন অফিসার একেএম মুজ্জাম্মিল হকের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বাচিক শিল্পী মাহী আশফাক কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বাউল শিল্পী আলম দেওয়ানের কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। বিপুলসংখ্যক দর্শক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানমালা উপভোগ করেন।
Post a Comment