সোনারগাঁয়ে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৭ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৫ শত টাকা ব্যয়ে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঁচটি রাস্তার উদ্ধোধন ও একটি বাজার উন্নয়ন কাজের ও ভিত্তিপ্রস্তর স্থাপন।

শনিবার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৫ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার ৮ শত ৯৮ টাকা ব্যয়ে কাঁচপুর - গঙ্গাপুর সড়কের ৩ হাজার মিটার আর সিসি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করে সাংসদ আব্দুল্লাহ্ আল- কায়সার তার নির্বাচনী এলাকায় উন্নয়মূলক কাজের সূচনা করেন। 

উপজেলার গঙ্গাপুর- নয়াপুর সড়কের ৪ কোটি ৮০ লাখ ৩৭ হাজার ৪ শত ৭৯ টাকা ব্যয়ে ১ হাজার ৯ শত ৫ মিটার জিসি রাস্তার কাজ। ১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯০০ শত টাকা ব্যয়ে ললাটি কুশাবো - দামোরখোলা সড়কে ২ হাজার ৯৩ মিটার রাস্তার কাজ। ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩ শত ৭১ টাকা ব্যয়ে মিরেরটেক বাজার থেকে জামপুর ইউপি কার্যালয়ের সড়কের ১ হাজার ৭ শত ৮০ মিটার উন্নয়ন কাজ। ১ কোটি ৭০ লাখ ১২ হাজার ১ শত ৩৩ টাকা ব্যয়ে ফুলদী বাগেরপাড়া সড়কের (বারদী - আনন্দবাজার) জিসি ফুলদী হয়ে হাসেম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ১ হাজার ৪ শত ৪০ মিটার রাস্তার বিসি উন্নয়ন কাজ। এবং ২ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৭ শত ১৯ টাকা ব্যয়ে উপজেলার ধন্ধিবাজারে চার তলা ফাউন্ডেশন সম্পন্ন একটি ২ য় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন।

আমি নির্বাচনের আগে দশ বছরের উন্নয়ন কাজ কাজ পাঁচ বছরে শেষ করবো বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সূচনা হলো। বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সে কারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।  

এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এসময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এহসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাদল, মেসার্স মিরাজ এন্ড মেহরাব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাম্মেল হক সহ মেসার্স রেদোয়ান এন্টারপ্রাইজ, Aristocratic construction firm ও মেসার্স সাব্বির কর্পোরেশনের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।