অনলাইন সোনারগাঁ.কমঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচারণায় গিয়ে আব্দুল্লাহ্ আল-কায়সার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক থেকে গঙ্গাপুর রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মানুষের চলাচলে ভোগান্তি দেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এই রাস্তাটির সংস্কার করে জনগণের ভোগান্তি দূর করা। তিনি জনগনকে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর আব্দুল্লাহ্ আল-কায়সার তার উন্নয়মূলক কাজের তালিকায় প্রথম রেখেছিলেন এই রাস্তাটি।
শনিবার (৩০ মার্চ) সকালে তিনি কাঁচপুর মেইন রোড থেকে গঙ্গাপুর সড়কের ৩ হাজার মিটার আর সি সি সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার। রাস্তাটির সংস্কার কাজে ব্যয়ে ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার ৮ শত ৯৮ টাকা।
ঢাকা বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণ প্রকল্প (DDIRWSP)। আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এহসান এন্টারপ্রাইজ।
রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এমপি আব্দুল্লাহ্-আল-কায়সার বলেন, আমি নির্বাচনের আগে দশ বছরের উন্নয়ন কাজ কাজ পাঁচ বছরে শেষ করবো বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।
নির্বাচনী প্রচারণায় এসে আপনাদের আশ্বস্ত করেছিলাম আমি নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে আপনাদের এই রাস্তাটির সংস্কার করা। আপনাদেরকে দেওয়া আমার প্রতিশ্রুতি আজ বাস্তবায়ন করতে এসেছি। এই রাস্তাটি এছাড়াও আজ আরো পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন করবো। কাঁচপুরে শুধু এই রাস্তাটি নয় আরো অনেক কাজ আছে সেসব কাজগুলো আমি করতে চাই। বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এসময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এহসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাদল।
Post a Comment