ইঞ্জিঃ মাসুমের নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ৩ হাজার পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা খ্যাত ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ৩ হাজার অসহায় পরিবারে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা প্রতিটি ঈদ সামগ্রী প্যাকেটে ছিল, সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুঁড়ো দুধ, আলু, তেল ও লবন।

সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডাঃ আতকুল্লাহ্, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, মেঘনা শিল্পনগরী শ্রমিক লীগের আহ্বায়ক তাইজুল ইসলাম, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।