ঈদুল আযহা উপলক্ষে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু'র আগাম ঈদ শুভেচ্ছা

অনলাইন সোনারগাঁ.কমঃ ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনারগাঁ বাসীকে পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন,  মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি ঈদ উল আযহা। এই উৎসবের মূল প্রতিপাদ্য ‘ত্যাগের মহিমা’। নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী মুসলমানরা এই দিনে গরু, ছাগল সহ বিভিন্ন পশু কুরবানী দিয়ে থাকেন। বরাবরের মতো এবারও এই ঈদকে ঘিরে তাই সোনারগাঁয়ের প্রতিটি গ্রামে প্রাণচাঞ্চল্য এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।

বার্তায় আরিফ মাসুদ বাবু আরও বলেন, ঈদ উৎসব যাতে কোনোভাবেই বেদনায় পরিণত না হয় সে জন্য প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে রাস্তায় বেপরোয়া মোটর সাইকেল চলাচলের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঈদের দিন কিশোর এবং তরুণরা বেপরোয়াভাবে মোটর সাইকেল চালান। এতে করে অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোটর সাইকেলসহ বিভিন্ন যান চলাচলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে তিনি প্রতিটি বাড়ির শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহবান জানিয়েছেন। শিশুরা যাতে বাড়ির আশেপাশের পুকুর, খালের পানিতে না নামতে পারে সে বিষয়ে বাড়ির অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।

বার্তায় তিনি আরও বলেছেন, পশু কুরবানীর পরপরই সবাইকে পরিবেশ রক্ষার স্বার্থে পশুর সমস্ত ধরনের বর্জ্য যথাস্থানে ফেলতে হবে বা বাড়ির আশেপাশে মাটির নীচে গর্ত করে ঢেকে দিতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়।