অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন (২২) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১ সেপ্টেম্বর)) বিকালে উপজেলার বারদী স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় সোমবার (২ সেপ্টেম্বর) আহত কাঁচামাল ব্যবসায়ী শাওনের বড় ভাই সোহেল রানা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের শহিদুল্লাহর ছেলে শাওন বারদী স্ট্যান্ডের আল মদিনা মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে তরকারি দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। বেশকিছু ধরে একই ইউনিয়নের সেনপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহীন ও সিফাত তাদের ৮/১০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে শাওনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছে এবং তাদের দাবিকৃত চাঁদা না পরিশোধ না করলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে শাওনকে হুমকি দিচ্ছিল।
সর্বশেষ গত শনিবার দুপুরে আড়াইটার দিকে শাহীন ও সিফাতের নেতৃত্বে আনার হোসেন, হযরত আলী, শাওন, আমান, সাগর, জামালসহ আরো ৩/৪ অজ্ঞাত চাঁদাবাজরা রামদা, চাপাতি, ছুরি, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বারদী স্ট্যান্ডের আল মদিনা মার্কেটের সামনে তরকারি ব্যবসায়ী শাওনের দোকানে গিয়ে তার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।
এসময় ব্যবসায়ী শাওন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং হামলাকারীরা শাওনের দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে ১৪ হাজার টাকা লুট করে। এসময় ব্যবসায়ী শাওনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আহত ব্যবসায়ী শাওনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোঃ মহসিন জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment