অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ২৯ সেপ্টেম্বর আতাউর রহমান নামের বিএনপির এক নেতাকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৩০ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বিচার সালিশের নামে বাবুল, রাকিব, নিজাম উদ্দীনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়।
উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন। প্রতিবাদে নিজাম উদ্দীন বলেন, আমি , বাবুল, রাকিব বিচার সালিশের নামে কখনো কারো কাছ থেকে টাকা নেইনি। অথচ আমাকে সহ বাবুল, রাকিবকে জড়িয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ।
প্রকাশিত সংবাদে নিজাম সিন্ডিকেট নামে যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে সেই সিন্ডিকেটের কোন অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য প্রদানের মাধ্যমে প্রকাশিত সংবাদের অবতারণা করা হয়েছে শুধুমাত্র আমাকে সহ সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল, যুবদল নেতা রাকিবকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করার জন্য। আমি এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Post a Comment