অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৌতম কুমার বনিক নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন । ভুক্তভোগী আহত ব্যবসায়ী গৌতম কুমার বনিক (৬১), উপজেলার বারবী ইউনিয়নের রিবর গ্রামের মৃত শ্রী হরি ভক্ত বনিকের ছেলে।
গত শনিবার (১৯ অক্টোবর) রাতে সাড়ে সাতটার দিকে সোনারগাঁ উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
এঘটনায় আহত ব্যবসায়ী গৌতম কুমার বনিক একই ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের মৃত গনেশ মালাকারের ছেলে লোকনাথ মালাকার (৪৮), উত্তম মালাকার (২০), ও পবন মালাকার (৪৫) নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ী গৌতম কুমার বনিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ সোনারগাঁও উপজেলা কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত পালন করছেন। ২০১৪ সালে তার ওপেন হার্ট সার্জারী হয়। গৌতম কুমার বণিকের উপর হামলাকারী পবন মালাকার দীর্ঘদিন ধরে মাদক সেবনকারী এবং এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল।
তাদের অপরাধ কর্মকান্ডে বাঁধা দেওয়ার কারনে হামলাকারীরা বিভিন্ন সময়ে গৌতম কুমার বণিকে মারপিট করিয়া খুন-জখম করার হুমকি দিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে লোকনাথ মালাকার, উত্তম মালাকার ও পবন মালাকার
অজ্ঞাতনামা ৩/৪ সঙ্গীসহ দা, লোহার রড, লাঠি সোঠা, দেশীয় অস্ত্র দন্ত্রে সজ্জিত হয়ে সোনারগাঁও থানাধীন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের প্রধান গেইটের সামনের রাস্তায় গৌতম কুমার বণিকের পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারপিট করে মারাত্মকভাবে আহত করে। এবং তার সঙ্গে থাকা নগদ দশ হাজার টাকা ও গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এসময় গৌতম কুমার বণিকের ডাক- চিৎকারে দুলাল চন্দ্র দাস (৫৮) নামের এক ব্যক্তি এগিয়ে আসলে তাকেও এলোপাথারীভাবে কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।
লোকজন সমাগম হতে থাকলে উক্ত বিষয়ে মামলা করলে তাদের খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহত গৌতম কুমার বণিকের স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।
Post a Comment