৫৯ নং গোয়ালদী সঃ প্রাঃ বিঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী–২০২৫ অনুষ্ঠিত

অনলাইন সোনারগাঁ.কমঃ “তারুণ্যের উৎসব, এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এবং শিক্ষার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” এ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন ৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী – ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা এগারোটার দিকে ৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসির সাবেক এমডি এ কে এম মহিউদ্দিন। 

৫৯ নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তারের সার্বিক পরিচালনায় ও অত্র বিদ্যালয় সাবেক সহ-সভাপতি সুমন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় সাবেক সভাপতি মীর মোহাম্মদ শাহীন,সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান বিপ্লব, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন মাহমুদ মুকুল প্রমূখ।