অনলাইন সোনারগাঁ.কমঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের লন্ডনস্থ প্রবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "সোনারগাঁও ওয়েলফেয়ার লন্ডন ইউ কে"র উদ্যোগে সোনারগাঁয়ের প্রায় ৪ শত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তৈল, পোলাও চাল, সেমাই ও ছোলা প্রদান করা হয়।
"সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে'র পরিবারের স্থানীয় সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রমজান মানে ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার ত্যাগের মাধ্যমে সার্থক হয়ে উঠে ঈদ উল ফিতর। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই।
প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করে এলাকাবাসী জানান, যে কোন উৎসব অনুষ্ঠান কিংবা দূযোর্গ ও দূঃসময়ে "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে'র সহযোগিতা পেলে গ্রামের দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।
জানা যায়, "সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে" নিয়মিত সহায়তার পাশাপাশি আগামীতে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে এলাকার হতদরিদ্র পরিবারের সংখ্যা কমার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটবে।
Post a Comment